Home » ব্রাজিলে করোনায় একদিনে সবোর্চ্চ মৃত্যু ২৪৪১ জন

ব্রাজিলে করোনায় একদিনে সবোর্চ্চ মৃত্যু ২৪৪১ জন

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে ২ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে। এটাই দেশটিতে এক দিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আজ বুধবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ২ হাজার ৪৪১ জন। একই সময়ে ব্রাজিলে করোনা আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ১২৪ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪২ হাজার ১০৭ জন।

ভাইরাসটির নতুন স্ট্রেইনে নাকাল ব্রাজিলে সংক্রমণ ও মৃত্যু দুটোই ভয়াবহভাবে বেড়ে চলেছে। এ জন্য করোনার অতিসংক্রমক নতুন স্ট্রেইনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। দেশটি বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে।

উল্লেখ্য, দেশটিতে মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় এক কোটি ১৬ লাখ সাড়ে ৯ হাজার ৬০১ জন। আর এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৪০০ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *