বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে (৫০তম বার্ষিকী) এবং বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় বাংলাদেশকে দেয়া উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে ৪টি পাবে সিলেট।
বুধবার (১৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব জানানো হয়েছে। ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী মঙ্গলবার (১৬ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে সাক্ষাৎ করার সময় এ উপহারের কথা বলেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ২৬ মার্চ ঢাকা আসবেন নরেন্দ্র মোদি। এ সফরে দুই দেশের মধ্যে সম্মত হওয়া আগের ইস্যুগুলোর অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলতে পারেন মোদি। ২৬ মার্চ ঢাকা এসে পরের দিন ২৭ মার্চ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়ায় যাবেন মোদি।
প্রতিনিধি