সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষায় নতুন করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।বুধবার (১৭ মার্চ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ড. অজিত কুমার জানান, শাবির ল্যাবে আজ ১৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৮ জন, সুনামগঞ্জ ১ জন ও মৌলভীবাজার জেলায় ২ জন রয়েছেন বলেও জানান তিনি।