Home » বাংলাদেশ এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা : প্রধানমন্ত্রী

বাংলাদেশ এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যে অবস্থানে পৌঁছেছে সেখান থেকে সহজে নামানো যাবে না। এখন শুধু আমাদের সামনে এগিয়ে যাওয়ার পালা। পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনের অনুষ্ঠান আজ বুধবার বিকালে শুরু হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, দেশে-বিদেশে নানা অপতৎপরতা চলছে। আর এজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ, প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *