অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৬০৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও এক হাজার ৮৬৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৬২ হাজার ৭৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৫১০ জন। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ ১৫ হাজার ৯৮৯ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবে ২৪ হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৪৮১টি। এ পর্যন্ত দেশে মোট ৪৩ লাখ ২৮ হাজার ২৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় নতুন ১১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ আটজন ও নারী তিনজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ৫০৯ জন ও নারী দুই হাজার ৯৯ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন ও ষাটোর্ধ্ব আটজন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম বিভাগের একজন, খুলনা বিভাগে একজন, সিলেট বিভাগে একজন। সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।
প্রতিনিধি