অনলাইন ডেস্ক:
ব্রাজিলে করোনাভাইরাসের নতুন স্ট্রেইনে নাকাল সংক্রমণ ও মৃত্যু দুই-ই বেড়েছে ভয়াবহভাবে। ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে দুই হাজার ৭৯৮ জন। গত একদিনে বিশ্বে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।
একই সময়ে ব্রাজিলে করোনা আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ১২৪ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪২ হাজার ১০৭ জন।
দেশটিতে মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় এক কোটি ১৬ লাখ সাড়ে ৯ হাজার ৬০১ জন। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন দুই লাখ ৮২ হাজার ৪০০ জন।
গত কয়েক দিন ধরে ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে। এ জন্য করোনার অতিসংক্রমক নতুন স্ট্রেইনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। দেশটি বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে।
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১২ কোটি ১২ লাখ ৭৮ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৬ লাখ ৮২ হাজার ২৫৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৭৮ লাখ ৮ হাজারের বেশি।
প্রতিনিধি