Home » ‘রবার্ট’ ঝড়, চার দিনে সংগ্রহ ৫৯ কোটি!

‘রবার্ট’ ঝড়, চার দিনে সংগ্রহ ৫৯ কোটি!

ভারতের কন্নড় চলচ্চিত্র অঙ্গনে একটা ঝড় জরুরি ছিল। আর ঠিক সময়েই মুক্তি পেল অভিনেতা দর্শনের আলোচিত সিনেমা ‘রবার্ট’। করোনা মহামারির মধ্যেও কন্নড় ইন্ডাস্ট্রিতে সুপারহিট সিনেমা উপহার দিলেন দর্শন। মহাশিবরাত্রি উপলক্ষে ১১ মার্চ মুক্তি পায় সিনেমাটি আর এরই মধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে ‘রবার্ট’।

এবার ‘রবার্ট’ সিনেমার ব্যবসা প্রসঙ্গে আসা যাক। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, বক্স অফিসে এই অ্যাকশন-থ্রিলার মুক্তির দিনে কর্ণাটকে সংগ্রহ করেছে ১৭.২৪ কোটি রুপি। মুক্তির দ্বিতীয় দিনে দর্শন অভিনীত এ সিনেমা সংগ্রহ করেছে প্রায় ১২.৭৮ কোটি রুপি। তৃতীয় দিনে সংগ্রহ করেছে প্রায় ১৪ কোটি রুপি। আর গতকাল চতুর্থ দিনে এ সিনেমার সংগ্রহ প্রায় ১৫.৬৮ কোটি রুপি। সব মিলিয়ে চার দিনে এ সিনেমার সংগ্রহ ৫৯.৮ কোটি রুপি।

প্রত্যাশা অনুযায়ী চার দিনে ৫০ কোটির এলিট ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি। তা ছাড়া পত্রপত্রিকার খবর, সিনেমাটি মুক্তির আগেই ১০০ কোটি রুপি সংগ্রহ করেছে।

উল্লেখ করা প্রয়োজন, সিনেমাটি তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে একই নামে। অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে বেশ ভালো সংগ্রহ করছে সিনেমাটি।

তরুণ সুধীর পরিচালিত ‘রবার্ট’ সিনেমায় দর্শন ছাড়াও অভিনয় করেছেন বিনোদ প্রভাকর, পি রবি শঙ্কর, আশা ভাট, অবিনাশ, অশোক, সোনাল মন্টেরো, চিক্কান্না, তেজস্বিনী প্রকাশ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে আম্পাথি ফিল্মস।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *