Home » আড়ংকে বয়কটের ডাক দিয়েছেন সিলেটের আলেম সমাজ

আড়ংকে বয়কটের ডাক দিয়েছেন সিলেটের আলেম সমাজ

মুসলমানদের কলিজা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব, দুই-জাহানের বাদশা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সুন্নাহ দাড়িকে অপমান করার প্রতিবাদে আড়ংকে বয়কটের ডাক দিয়েছেন সিলেটের আলেম সমাজ।

সোমবার (১৫ মার্চ) সকাল নগরীর নয়াসড়কস্থ আড়ং এর সামনে অবস্থান কর্মসূচীতে আলেম সমাজ এ দাবি জানান।

অবস্থান কর্মসূচীতে সিলেটের কয়েক হাজার আলেম ও ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

কর্মসুচীতে বক্তারা বলেন, ইসলামকে অবমাননা করে পৃথিবীতে আবু জাহেল, নমরুদ, ফিরাউন টিকতে পারেনি, তাদেরকে ধ্বংস হতে হয়েছে। পৃথিবীবাসী তাদের ঘৃণাভরে প্রত্যাখান করেছে। আমাদের প্রিয় নবী (স.) এর সুন্নাত দাড়ি নিয়ে তামাশা করায় আড়ংও ধ্বংস হবে যাবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা আড়ং সব পন্য বয়কট করুন। বয়কট করুন আড়ং।

উল্লেখ্য: গতকাল রবিবার দাড়ি থাকার কারণে আড়ংয়ে এক যুবককে চাকরি দেওয়া হয়নি। এর প্রতিবাদে আজ সিলেটে অবস্থান কর্মসূচী পালন করা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *