গত কয়েক সপ্তাহের মধ্যে এই প্রথম শাবির ল্যাবে করোনা শনাক্তের সংখ্যা দুই অংকের কোঠায় গেল। সারাদেশে গত কয়েকদিন ধরে যেভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, ধারণা করা যাচ্ছে সিলেটেও এর প্রভাব পড়েছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ১৯ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। রবিবার দৈনিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।
নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সকলেই সিলেট জেলার বাসিন্দা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাবের ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে আজ রবিবার ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ১৯ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
বার্তা বিভাগ প্রধান