বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা সালমান খান অভিনীত ‘রাধে’ সিনেমার পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
শনিবার ওই পোস্টারটি সালমান খানের ইনস্টাগ্রাম আইডিতে আপলোড করার পর প্রথম ৮ ঘণ্টার মধ্যেই তাতে ১৪ লাখেরও বেশি ভক্ত তাতে লাইক দেন। আর কমেন্ট বা প্রতিক্রিয়া জানিয়েছেন ৩৪ হাজারেরও বেশি মানুষ।
শনিবার (১৩ মার্চ) মুক্তি পেয়েছে সালমানের নতুন ছবি ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’র পোস্টার। স্বয়ং ‘রাধে’ তার ইনস্টাগ্রামের দেয়ালে শেয়ার করেছেন পোস্টারটি। প্রথম ঝলকে সেটি ২০০৯ সালের ‘ওয়ান্টেড’ ছবির ফ্ল্যাশব্যাক বলে মনে হতে পারে।
সালমানের সেই সুঠাম চেহারা, হাতে পিস্তল এবং মুখজুড়ে গাম্ভীর্য। ঘটনাচক্রে ‘রাধে’ও ‘ওয়ান্টেড’র মতোই অ্যাকশন ঘরানার ছবি। এবারও পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রভুদেবা। পোস্টারটি বেশ মন কেড়েছে নেটিজেনদের।
‘রাধে’র মুক্তি নিয়ে শুরু থেকেই চলছে দীর্ঘ টানাপোড়েন। ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির আবেদন জানিয়ে সালমানকে চিঠি লিখেছিলেন চিত্র প্রদর্শকরা। কারণ তাদের দৃঢ় বিশ্বাস, সালমানের ছবির হাত ধরেই লকডাউনের লোকসানের পর ফের বক্স অফিসের হাল ফিরবে।
নিরাশ করেননি সালমান। আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।
বার্তা বিভাগ প্রধান