Home » সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর জানাজা সম্পন্ন

সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর জানাজা সম্পন্ন

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া আওয়ামী লীগ নেতা ও সিলেট-৩ আসনে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকেল সোয়া ৫টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে বাড়ির সামনে পারিবারিক কবরস্থানের তাঁকে দাফন করা হবে।

আগে, সকাল ১২ টায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিপ্যাডে করে ফেঞ্চুগঞ্জের এনজিএফএফ খেলার মাঠে লাশ বহনকারী হেলিপ্যাড অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর লাশ ফেঞ্চুগঞ্জের নুরপুর বড়বাড়িতে নেয়া হয়। এম্বুলেন্সটি প্রবেশের সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতাকর্মী ও প্রতিবেশীরা।

জানাজায় উপস্থিত ছিলেন- সিলেট ডিআইজি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সার্কেল এসপি, জকিগঞ্জ, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, কুলাউরার উপজেলা চেয়ারম্যানগন, সিলেট জেলা, মহানগর, মোগলাবাজার, দক্ষিন সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ফেঞ্চুগঞ্জ ইউএনও, এসিল্যান্ড, স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, বালাগঞ্জের ইউপি চেয়ারম্যান গন, ফেঞ্চুগঞ্জের সব দলের রাজনৈতিক নেতাকর্মী, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব, শিক্ষক সমিতি আরো অনেকে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *