Home » প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন প্রেমিকা, নিরাপত্তা প্রহরী

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন প্রেমিকা, নিরাপত্তা প্রহরী

অনলাইন ডেস্ক:

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন প্রেমিকা। আর তার নিরাপত্তায় নিয়োগ করা হয়েছে দুজন চকিদার। রাজশাহীর বাঘায় পাকুড়িয়া ইউনিয়নে আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম। তিনি বলেন, ‘অনশন করা ওই কলেজছাত্রীকে পাহারায় দুজন চৌকিদার নিয়োগ করা হয়েছে। এ ব্যাপারে ছেলে ও তার পরিবারে সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

জানা গেছে, রাজশাহীর বাঘায় গতকাল বুধবার বিকেল ৪টার দিকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই কলেজছাত্রী। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। অনশনের পর প্রেমিক আবদুল্লার বাড়ির সব ঘরের দরজা এমনকি বাথরুমও তালাবদ্ধ। পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র চলে গেছে বলে অভিযোগ ওই কলেজছাত্রীর।

অনশনরত কলেজছাত্রী বলেন, ‘বিয়ে না করা পর্যন্ত এই বাড়ি থেকে যাব না। ছয় মাস আগে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আবদুল্লাহ আমাকে কিছু না জানিয়ে আগামীকাল শুক্রবার অন্যত্র বিয়ে করার জন্য দিন ঠিক করেছে। এই খবরে আবদুল্লাহর বাড়িতে অনশন শুরু করেছি।’

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *