সিলেট ৩ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ এমপি সাহেব
করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন বৃহস্পতিবার দুপুরে।
উনার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম
লীগ সিলেট জেলা শাখায় পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।
পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীয় সমবেদনা জানান এবং উনার রুহের মাগফেরাত কামনা করে নেতৃবৃন্দরা বলেন উনার মতো দেশপ্রেমিক ও প্রবীন রাজনৈতিক ব্যাক্তিকে আমরা তথা আওয়ামী লীগ পরিবার হারালো।
তিনি দির্ঘ কয়েক বছর ধরে সিলেট ৩ আসনের জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে রেখে যাচ্চেন একের পর এক অবধান।
পাশাপাশি উনার মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ – দক্ষিণ সুরমা উপজেলা সহ গোটা দেশে শোকের ছায়া বয়ে গেছে।
সবার একটাই যাওয়া মহান আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
শোক বার্তার নেতৃবৃন্দরা হলে জেলার সভাপতি আব্দুর রহমান লিমন, সিনিয়র সহ সভাপতি আলীম উদ্দিন, সহ সভাপতি আব্দুস সামাদ, সুজন আহমদ খান, আব্দুর রহীম শামীম, মোঃ আল আমীন, বাবর হোসাইন চৌধুরী, মাহফুজ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক, মো: জহিরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রাজু, মো: রুবেল আহমদ, শামীম আহমদ, আবু সুফিয়ান, মনজিল আহমদ, শাহানুর রহমান রিদয়, সাংগঠনিক সম্পাদক বিপ্র দাশ বিশু বিক্রম, মো: নুরুল ইসলাম, মাছুম আহমদ, সাব্বির আহমদ, এস এ সাইদ, প্রচার সম্পাদক মো: নাইমুল ইসলাম প্রমুখ।