Home » কোভিড-১৯: বিশ্বজুড়ে করোনা আক্রান্ত সাড়ে ৪ লাখের বেশি মানুষ

কোভিড-১৯: বিশ্বজুড়ে করোনা আক্রান্ত সাড়ে ৪ লাখের বেশি মানুষ

অনলাইন ডেস্ক:

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে ৪ লাখেরও বেশি মানুষ এবং মারা গেছে ৯ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১১ মার্চ) বিশ্বে একদিনে ৪ লাখ ৬১ হাজার ৩১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ৯৪৮ জনের। এছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৮৬ লাখ ২১ হাজার ২২৬ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৩১ হাজার ২৬৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৪২ লাখ ৩১ হাজার ৮৩৬ জন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে করোনায়। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৬২ হাজার ১০৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪২ হাজার ১৯১ জনের। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এক কোটি ১২ লাখ ৮৪ হাজার ৩১১ জন এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এবং এক লাখ ৫৮ হাজার ২১৩ জন মারা গেছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *