Home » দেশে করোনায় আরও ছয়জনের মৃত্যু

দেশে করোনায় আরও ছয়জনের মৃত্যু

অনলাইন ডেস্ক:

মহামারী করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৪৪১ জন।

শুক্রবার কোভিড-১৯ রোগের হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে নতুন করে ৬৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৪৯ হাজার ১৮৪ জন।

আর গত একদিনে ৬৭৬ জন সেরে উঠলে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ এক হাজার ১৪৪ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ। আর তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এ বছর ২৩ জানুয়ারি তা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *