অনলাইন ডেস্ক
: বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ২৫ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১১ কোটি। এছাড়া, সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ছয় কোটি।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার (৩ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪৬০ জন এবং মারা গেছেন ২৫ লাখ ৪৮ হাজার ৫৭৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬২৩ জন।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৮৭ লাখ ১৭ হাজার ৫৫৮ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ১৬ হাজার ৪৭৬ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ছয় লাখ ৪৬ হাজার ৯২৬, মারা গেছেন দুই লাখ ৫৭ হাজার ৩৬১ জন এবং সুস্থ হয়েছেন ৯৫ লাখ ছয় হাজার ২৫১ জন।
সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থতে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ১১ লাখ ৩৯ হাজার ৫১৬ জন, মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ৩৪৬ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি আট লাখ ১২ হাজার ৪৪ জন।
মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৮৭ হাজার ১৮৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৯৭ হাজার ১৯৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪৫ হাজার ৩১২ জন।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ৪৭ হাজার ৩১৬ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আট হাজার ৪২৩ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৯৮ হাজার ৬৯১ জন।
প্রতিনিধি