Home » করোনা ভ্যাকসিন নিলেন সিলেট সিটি মেয়র আরিফ

করোনা ভ্যাকসিন নিলেন সিলেট সিটি মেয়র আরিফ

সিলেটে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম। প্রথম দিন ইচ্ছা থাকলেও শারীরিক অসুবিধার কারণে ভ্যাকসিন নিতে পারেননি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তবে আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সেই কাঙ্ক্ষিত টিকা গ্রহণ করেছেন মেয়র।

বুধবার দুপুর সাড়ে ১২টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত বুথে ভ্যাকসিন গ্রহণ করেন মেয়র আরিফ। পরে আড়াই ঘণ্টা সেখাকে বেড রেস্টের পর বিকাল ৩টার দিকে নগর ভবনে যান। তাঁর শরীরে এখন পর্যন্ত  কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি বলে জানিয়েছে সিসিক সূত্র।

মেয়রের প্রথম দিন ভ্যাকসিন না নেয়ার বিষয়ে ওইদিন সিসিকের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) সাংবাদিক আলীম শাহ বলেন, মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম দিনই করোনা ভ্যাকসিন নিতে চেয়েছিলেন। কিন্তু তাঁর হার্টে রিং বসানো। তাছাড়া ব্রেনেও অপারেশন হয়েছে এবং তাঁর ডায়াবেটিকের অবস্থাও নরমাল নয়। সব মিলিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শমতে এখনই তিনি করোনা ভ্যাকসিন নিতে পারছেন না।

অবশেষে বিশেষজ্ঞদের ডাক্তারদের পর্যবেক্ষণে ও পরামর্শে বুধবার টিকা গ্রহণ করেন মেয়র আরিফুল হক চৌধুরী।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *