বাংলাদেশ মমফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ বিশ্বনাথ উপজেলা শাখার নবায়ন কমিটির মোসন অালী (দৈনিক বিজয়ের কন্ঠ,চেঞ্জ বিডি) সভাপতি, অাবিদ উদ্দিন নিজাম (সিলেটের ইসতেহার,বিশ্বনাথ গ্রীণ টিভি,বায়ান্ন টিভি) সেক্রেটারী, ও কবি এস পি সেবু ( দৈনিক অামাদের কথা,সিলেট রিপোর্টস,সুরমা পারর খবর, অার্দাস) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
বাংলাদেশর একমাত্র নির্ভরযোগ্য জাতীয় সাংবাদিক প্লাটফরম BMSF এর পতাকাতলে সংঘবদ্ধ হয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ( শরীয়তপুর,দৈনিক সমকাল) , প্রতিষ্টাতা ও মহাসচিব অাহমেদ অাবু জাফর ( দৈনিক অাধুনিক বাংলা), ও সিলেট জেলা সমন্বয়ক ফখরুল ইসলাম
( দৈনিক উওর পূর্ব) এবং বি.এম.এস.এফ. বিশ্বনাথ
উপজেলা ব্রাঞ্চের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফখরুল ইসলাম খান (প্রতিষ্টাতা : বিশ্বনাথ অনলাইন নিউজ)
সহ সমগ্র মফস্বল সাংবাদিক কতৃপক্ষকে শুভেচ্ছা মোবারকবাদ জানান এ সকল নির্বাচিত কলম সৈনিকরা।
BMSF, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও জার্নালিষ্ট শ্লেডার হোম যৌথভাবে দেশের সংবাদ ও সাংবাদিক কল্যাণে কাজ করে যাচ্ছে।।।
নির্বাহী সম্পাদক