Home » কী সার্চ করা হচ্ছে ইন্টারনেটে: সব তথ্য যাবে পুলিশের কাছে

কী সার্চ করা হচ্ছে ইন্টারনেটে: সব তথ্য যাবে পুলিশের কাছে

কী সার্চ করা হচ্ছে ইন্টারনেটে, তাতেও নজরদারি করবে ভারতের উত্তর প্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই রাজ্যে নারীদের ওপর সহিংসতা কমাতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে এক সংস্থাকে এই নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। খবর আজকালের।

জানা গেছে, ‘উম্ফ’ নামের একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যারা উত্তর প্রদেশ রাজ্যে ইন্টারনেটে সার্চ করা তথ্য বিশ্লেষণ করবে। কোনও ব্যক্তি যদি পর্ন দেখেন, সেই তথ্য জমা পড়বে বিশ্লেষক দলের নথিতে। এই সংক্রান্ত একটি সতর্কবার্তা পাঠানো হবে সেই ব্যক্তিকেও।
ভারতীয় গণমাধ্যম বলছে, কেউ পর্ন সাইট খুললেই সেই তথ্য চলে যাবে পুলিশের কাছে। ভবিষ্যতে তা নিয়ে ঝামেলায় পড়তে হতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়া নারীর সুরক্ষার জন্য উত্তর প্রদেশ পুলিশ একটি বিশেষ দল গঠন করেছে। যার নাম ‘ইউপি উইমেন পাওয়ারলাইন ১০৯০’।

 

 

সূত্র: বিডি-প্রতিদিন

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *