অনলাইন ডেস্ক: রাশিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪০ লাখ ৪২ হাজার আটশ ৩৭ জন এবং মারা গেছে ৭৯ হাজার একশ ৯৪ জন।
সে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে গেছে ৩৫ লাখ ৫৯ হাজার একশ ৪২ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে চার লাখ চার হাজার পাঁচশ একজন।
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ। বর্তমানে দেশটিকে আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে দুই হাজার তিনশ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১০ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার চারশ ৫৪ জন এবং মারা গেছে ২৩ লাখ ৯৪ হাজার চারশ তিনজন।
সূত্র: ওয়ার্ল্ডয়োমিটার
প্রতিনিধি