অনলাইন ডেস্ক: জনপ্রিয় ‘বাঘি’ ফ্রাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘বাঘি-৪’ নিয়ে আসছেন জনপ্রিয় পরিচালক সাজিদ নাদিওয়ালা। এতে নায়ক হিসেবে থাকছেন টাইগার শ্রফ। তার বিপরীতে দেখা যাবে সারা আলী খানকে এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম ।
পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা ‘হিরোপন্থি টু’ সিনেমার জন্য অনেক আগে থেকেই কথা পাকা করে রেখেছিলেন সারার সঙ্গে। তবে শেষমেশ দক্ষিণের তারকা অিভেনত্রী তারা সুতারিয়ার জন্য জায়গা হারাতে হয় সারাকে।
জানা গেছে, ‘হিরোপন্থি টু’তে জায়গা না পাওয়ায় পরিচালক সাজিদ নাদিওয়ালা ‘বাঘি-৪’ এ সারাকে বেছে নিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে টাইগার শ্রফের বিপরীতে সারাকে নায়িকা হিসেবে দেখতে পারবেন দর্শকরা।
চলতি বছর ‘হিরোপন্থি টু’সহ বেশ কিছু সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন টাইগার শ্রফ। এ সিনেমার কাজ শেষ হওয়ার পরই ‘বাঘি ৪’-র শুটিং শুরু করার কথা রয়েছে পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার।
পরিচালকের আশা এই ছবিতে টাইগার শ্রফের নায়িকা সারাকে মানিয়ে নেবেন দর্শকরা। এর আগে ‘বাঘি’ ও ‘বাঘি টু’তে শ্রদ্ধা কাপুর ও দিশা পাতানি অভিনয় করেছেন। নতুন কিস্তিতে যোগ হচ্ছেন সারা।
‘বাঘি’ ইতিমধ্যে অত্যন্ত হিট ফ্রাঞ্চাইজি। এই ফ্রাঞ্চাইজির দুটি সিক্যুয়েলে টাইগার তার অ্যাকশনের জাদু দেখিয়েছেন। এবার দেখার বিষয় ‘বাঘি-৪’ এ সারাকে নিয়ে টাইগার শ্রফের জুটি দর্শকদের মনে কতটা দাগ ফেলতে পারে।
প্রতিনিধি