Home » কোভিড-১৯: করোনা টিকা নিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

কোভিড-১৯: করোনা টিকা নিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

করোনার (কোভিড-১৯) টিকা নিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সকালে হুইলচেয়ারে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (ডিএসএমএমইউ) কেন্দ্রে টিকা নিতে যান তিনি।

টিকা নেওয়ার পর তিনি বলেন, ‘কিছু তো টেরই পাইলাম না। নো ফিলিং অ্যাট অল। আগে যেসব ইনজেকশন নিতাম, সেগুলোতে যেমন যাতনা হতো, তাও হয়নি।

করোনা থেকে সুরক্ষা পেতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে মুহিত বলেন, ‘আপনারা সবাই ভ্যাকসিন নেন। এটি আপনার এবং আপনার পরিবারের জন্য প্রয়োজন, সমাজের জন্য প্রয়োজন। ৮৭ বছর বয়স… আমার শেষই হয়ে গেছে জীবন। আমি (টিকা) নিচ্ছি।’

তিনি বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর গত মার্চ মাস থেকে বাসায় ছিলাম। আজ টিকা নেওয়ার জন্য বাসার বাইরে এলাম।’

আজ তার ছোট ভাই এ কে এ মুবিন, এএসএ মুইজ, বোন শাহলা খাতুন, শিপা হাফিজা, নাজিয়া খাতুন, রিও আজিজা, মুবিনের স্ত্রী লুলু মুবিন এবং মুহিতের পুত্রবধূ মানতাশা আহমেদও টিকা নেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *