Home » সিলেট নগরীতে দ্বিতীয় দিনে নারী-পুরুষ করোনা টিকা নিলেন

সিলেট নগরীতে দ্বিতীয় দিনে নারী-পুরুষ করোনা টিকা নিলেন

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটে গতকাল রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ এই কার্যক্রমের দ্বিতীয় দিন।

সিলেট নগরীতে দুটি কেন্দ্র ও ১৩টি বুথে চলছে টিকাদান কার্যক্রম। কেন্দ্র দুটি হচ্ছে- সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল। এর মধ্যে ওসমানী হাসপাতালে স্থাপন করা হয়েছে ১২টি বুথ এবং পুলিশ লাইন্স হাসপাতালে ১টি বুথ।

দ্বিতীয় দিন সোমবার (৮ ফেব্রুয়ারি) এ দুটি কেন্দ্রে মোট ১২ শ ১৯ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৬৯ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ৭১৩ ও নারী ৩৫৬ জন।

অপরদিকে, সোমবার সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে ১৫০ জন নারী-পুরুষ। এর মধ্যে পুরুষ ১২১ ও নারী ২৯ জন।

বিষয়টি  জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।

তিনি বলেন, গতকাল ও আজ টিকা গ্রহণকারী সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *