হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্না এলাকায় পুলিশের একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এস.আইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, আজমিরীগঞ্জ শিবপাশা ফাঁড়ির এস আই মুর্শেদ আহমেদ (৪৫), কনস্টবল খলিল মিয়া (৩৫) ও নুর ইসলাম (৪৫)। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজমিরীগঞ্জ থানার (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, গতকাল শনিবার শিবপাশা পুলিশ ফাঁড়ির একটি ভ্যান হবিগঞ্জ এসপি অফিসে একটি ক্রাইম কনফারেন্স শেষে ফেরার পথে ওই সড়কের রত্না এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হবে।