Home » সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে বন্ধ থাকার প্রায় ২৮ ঘণ্টা পর সিলেটের ফেঞ্চুগঞ্জের কায়স্থগ্রামে দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধার ও লাইন মেরামত সম্পন্ন হলে আজ শনিবার ভোরে রেল চলাচল শুরু হয়।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোর পাঁচটা থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।

এরআগে, বৃহস্পতিবার রাত বারোটার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থগ্রাম এলাকায় তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় শিডিউল বিপর্যয়।

এরপর শুক্রবার সকাল থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত বগিগুলো উদ্ধার ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শুরু করে।

রেলওয়ে সূত্রে জানা যায়, রাত সাড়ে তিনটায় সিলেট থেকে উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ভোরে একই রুটে ছেড়ে গেছে কালনী এক্সপ্রেস। একইভাবে সিলেটে এসে পৌঁছেছে ঢাকা ও চট্টগ্রাম রুটের ট্রেন।

দুর্ঘটনার সময় তেলবাহী কয়েকটি ওয়াগন থেকে তেল ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেগুলো সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়েন।

রেলওয়ে কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খাইরুল কবিরকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *