নিজস্ব প্রতিবেদক :
সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট এর আয়োজনে ২০২১ শিক্ষাবর্ষের বিএড প্রশিক্ষণার্থীদের মধ্যে “ওরিয়েন্টেশন প্রোগ্রামে” কোর্সের কারিকুলাম, করোনাকালিন সময়ে অনলাইনে পাঠদান পদ্ধতি, Zoom ও Whats app গ্রুপ গঠন সহ সরকারি সকল নির্দেশনা মেনে কার্যক্রম পরিচালনা বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ, সীমান্তিকের পরিচালক জনাব আব্দুর রউফ তাপাদার।
এছাড়া প্রভাষক মো: হারুন রশীদ এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিএড কোর্সের নিজ নিজ বিষয়ের সিলেবাস ও কারিকুলাম নিয়ে আলোচনা করেন, সহকারী অধ্যাপক মো:মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো: জয়নাল আবেদীন, প্রভাষক, এমদাদ সিদ্দিকী, প্রভাষক আমিনুল ইসলাম, প্রভাষক পাপড়ী দে।
অনুষ্ঠানশেষে সাস্থ্যবিধি মেনে সিলেবস ও রুটিন সংগ্রহ করতে আসা প্রশিক্ষণার্থীদের মধ্যে একাডেমীক কর্মপরিকল্পনা রুটিন ও সিলেবাস বিতরণ করা হয়।
প্রতিনিধি