দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া (গাফলা) এর এজেন্ট সহ ০৬ জন গ্রেফতার করা হয়। ২/০১/২০২১খ্রি: তারিখ বিকাল ১৬:৩০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারস্থ জুবায়ের এর চায়ের দোকানের ভিতর কাঠের ব্রেঞ্চের উপর কতিপয় জুয়ারী টাকা দিয়া জুয়ার আসর বসাইয়া জুয়া(গাফল) খেলিতেছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হইয়া এসআই(নি:)স্নেহাশীষ পৈত্য সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। মিনহাজ আহমদ (৩৭) পিতা-মৃত আব্দুস সালাম বাবুল, সাং-লালাবাজার, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। তালেব (৩২) পিতা-মৃত সমশের আলী, সাং-দশদার, পালপাড়া, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোনা, বর্তমানে-লালাবাজার, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৩। সুজন মিয়া (২৬) পিতা-হারিছ মিয়া, সাং-দশদার, পালপাড়া, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোনা, বর্তমানে-লালাবাজার, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৪। মোঃ রিপন মিয়া (২২) পিতা- মৃত আব্দুল গনি, সাং-আশেরা, লোকরা ইউ/পি, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ, বর্তমানে-লালাবাজার, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৫। তুমন আহমদ (২২) পিতা-মৃত আব্দুল হেকিম, সাং-তাহিরপুর, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ, ৬। মুজিবুর রহমান (৫০) পিতা-রফিক মিয়া, সাং-গুনিয়াক, থানা-নাসিরনগর, জেলা-ব্রাক্ষণবাড়ীয়া, বর্তমানে-লালাবাজার, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’দেরকে গাফলা খেলার সরঞ্জামাদি দিয়া জুয়া খেলারত অবস্থায় আটক করেন। তল্লাশি কালে (ক) গাফলা খেলায় ব্যবহৃত মোট-৫৬টি প্লাষ্টিকের গুটি, যাহার প্রত্যেকটির এক পৃষ্টে বিভিন্ন সংখ্যায় কালো গর্ত বিদ্যমান এবং তন্মধ্যে ২৮টি’র এক পৃষ্টে লাল স্কচটেপ লাগানো রয়েছে এবং অন্য ২৮টি ঘিয়া রংয়ের, (খ) গাফলা নামক জুয়া খেলায় ব্যবহৃত ০৮ পাতা কাগজ, যাহার প্রথম পৃষ্টায় বিভিন্ন সংখ্যা লেখা এবং কালো কালির একটি কলম, (গ) গাফলা নামক জুয়া খেলার মোট নগদ ৩,৬৪০/- টাকা, যাহার মধ্যে ১০০০/- টাকার নোট ০১টি, ৫০০/- টাকার নোট ০৩টি, ১০০/- টাকার নোট ০৮টি, ৫০/- টাকার নোট ০৩টি, ২০/- টাকার নোট ০৬টি, ১০/- টাকার নোট ০৭টি উপরোক্ত আলামত সমূহ জুয়া খেলার আসর হইতে উপরে বর্ণিত স্থান হইতে সাক্ষীদের সম্মুখে দিনের পর্যাপ্ত আলোতে ২২/০১/২০২১খ্রিঃ তারিখ বিকাল ১৬:৪৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২৩, তারিখ-২২/০১/২০২১খ্রিঃ ধারা- ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা রুজু করা হয়।
<span;>বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।