Home » বিশ্বে করোনায় মৃত্যু ২১ লাখ ১৬ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ২১ লাখ ১৬ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ২১ লাখ ১৬ হাজার ছাড়াল। এতে আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৮৭ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৮৭ লাখ ৪৩ হাজার ৮৪৮ জন। আর এতে মারা গেছেন ২১ লাখ ১৬ হাজার ৩৩৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ কোটি ৯ লাখ ১৭ হাজার ৪৮৫ জন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ৪২ জন। মারা গেছেন ৪ লাখ ২৪ হাজার ১৭৭ জন।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬ লাখ ৪০ হাজার ৫৪৪ জন। মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ২২১ জন।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৮৭ লাখ ৫৫ হাজার ১৩৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ১৫ হাজার ২৯৯ জন।

আক্রান্তে চতুর্থ স্থানে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৭৭ হাজার ৩৫২ জন। মারা গেছে ৬৮ হাজার ৪১২ জন।

আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৮৩ হাজার ৯০৭ জন। মারা গেছেন ৯৫ হাজার ৯৮১ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *