নিজস্ব প্রতিবেদন: লন্ডন থেকে বৃহস্পতিবার সিলেটের এসেছেন আরও ৩২ প্রবাসী বাংলাদেশী। তাদের নগরীর বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সকাল সোয়া ১০টার সময় ৪২ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের (বিজি ২০২) ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য জানিয়েছেন।
এ বিমানে আসা যাত্রীদের ৩২ জন সিলেটের বাসিন্দা। তাদের সিলেটে রেখে অন্য যাত্রীদের নিয়ে বিমানটি ঢাকায় যায়। এরপর বিমানবন্দরের সব রকমের আনুষ্ঠানিকতা শেষে করে যাত্রীদেরকে বিআরটিসি বাসে করে বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে নেয়া হয়।