সিলেটের কদমতলী হুমায়ুন রশিদ চত্বরে আজ (১১ জানুয়ারী) বিকাল ০৪:৩০ ঘটিকার সময় মাল বুঝাইকৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১১-৮৮৩২) দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা স্থলে সরেজমিনে দেখা যায় মাল বুঝাই ট্রাকটি রাস্তা থেকে প্রায় এক ফুট উঁচু গুল চত্বরের রেলিং ভেঙ্গে উপরে উঠে বিদ্যুতের খুঁটির সাথে আটকে আছে।
উপস্থিত পথচারীদের কাছ থেকে জানা যায়, দ্রুত গতিতে আসা সিলেট অভিমুখী মাল বুঝাইকৃত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে লোহার ব্যারিকেট ভেঙ্গে প্রায় এক ফুট উঁচু চত্বরে উঠে গুল চত্বরের ভিতরে ঢুকে পড়ে, চত্বরে থাকা বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে ট্রাকটি আটকা পড়ে এবং ট্রাকের সাম্মুখ ভাগ ধুমড়ে মুচড়ে যায়।
পথচারীরা জানান ট্রাকের চালক মারাত্মক জখম হয়েছেন, পরে উপস্থিত লোকজন তাৎক্ষনাত চালক কে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে এসময় চালকের কোন পরিচয় জানা যায়নি।