Home » সিলেট বিভাগে গত২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩০ জন

সিলেট বিভাগে গত২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩০ জন

সিলেট বিভাগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) করোনাভাইরাস কারও মৃত্যু হয়নি। সেই সাথে করোনায় কমেছে শনাক্তের সংখ্যা। সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা এ পর্যন্ত ২৬৬। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২০২, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।

এদিকে, সিলেট বিভাগে গত২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩০ জন। এর মধ্যে সিলেটে ১৭, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪, হবিগঞ্জে ১, সুনামগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৭ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, আজ শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫৬৩৩, এর মধ্যে সিলেট জেলায় ৯২৪৮, সুনামগঞ্জে ২৫১৯, হবিগঞ্জে ১৯৬৭ ও মৌলভীবাজার জেলায় ১৮৯৯ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২০ জন। এর মধ্যে শুধু সিলেটেই ২০ জন। হাসপাতালে ভর্তি আছেন ২জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *