সোমবার লন্ডন থেকে দেশে ফেরত আসলেন ৪২ যাত্রী। যাত্রীদের নিরাপত্তা এবং কোয়ারেন্টিন নিশ্চিতে কাজ করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সোমবার ১২ ঘটিকায় বাংলাদেশ বিমান ফ্লাইট (BG -202) যোগে ৪১ জন যাত্রী ও একজন বাচ্চাসহ ৪২জন যাত্রী ইংল্যান্ডের লন্ডন হতে সিলেট বিমানবন্দরে অবতরণ করেন।
এদিকে সিলেট বিমানবন্দর থেকে নামার পর পরই যাত্রীদের সুরক্ষায় উদ্যোগ গ্রহণ করে এসএমপি পুলিশ। উদ্যোগের অংশ হিসেবে বিআরটিসি’র দুটি বাসযোগে প্রবাসীদের জন্য নির্ধারিত দুটি হোটেলে পৌছে দেওয়া হয়। চলমান করোনা সরকারের নির্দেশনা অনুযায়ী কোয়ারেন্টাইন’র উদ্দেশ্য দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিক এবং হোটেল হলি গেইট এ রওনা করে পৌঁছান।
মাননীয় পুলিশ কমিশনারের নির্দেশনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি টিম তাঁদের সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়ে নিয়োজিত আছে।
এর আগে ভাড়া নির্ধারণের বিষয়ে বিদেশ থেকে আগত যাত্রীরা হোটেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করছে। প্রবাসীদের বহনকারী বিআরটিসি বাস থেকে শুরু করে প্রতিটি হোটেলে যাত্রী নিরাপত্তায় এসএমপি’র অফিসার ফোর্স মোতায়েন রয়েছে।
প্রতিনিধি