অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে পুরনো সভ্যতা গড়ে উঠেছিল মিসরে, সেখানকার নানা নিদর্শন ইতিহাসের সেই সব নমুনা এখনো পাওয়া যায়।“ মিসরের প্রাচীন রাজাদের মৃত্যুর পর পিরামিডের ভেতর সমাহিত করা হতো। যেভাবে এসব শরীর মমি করে পিরামিডের ভেতর রাখা হতো।
“সম্প্রতি সেই পিরামিডের এলাকা, গিজা মরুভূমির মধ্যে আরও কৌতুহলোদ্দীপক গবেষণা শুরু হয়েছে। তা হলো, খুফু পিরামিডের নিচে লুকিয়ে থাকা পাঁচ হাজার বছর আগের নৌকা বের করে আনা।”
জাপানের ওয়াসেডা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সেখানে ল্যাব তৈরি করে এই কাজ করছেন।
একেকটি টুকরো বের করে আনতেই কখনো একেকটি সপ্তাহ পার যাচ্ছে।“এর আগে ১৯৫৪ সালে আরেকটি নৌকা বের করে গিজা জাদুঘরে রাখা হয়েছে।” সূএ : বিবিসি