সিলেটে খুন ও ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে সিলেট পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় পিবিআই।
গ্রেফতারকৃতদের মধ্য রয়েছে আগাপুর গ্রামের কামরুল ইসলাম, রশিদ আহমদ এবং কচুপাড়া গ্রামের সেবুল আহমদ। এ নিয়ে উপরোক্ত ডাকাতির ঘটনায় মোট পাঁচজনকে আটক করেছে পিবিআই।
পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, ২০১৮ সালের ১৯ এপ্রিল কানাইঘাটের আগাপুরের আবদুল জলিলের বাড়িতে ১০-১২ জন ডাকাত প্রবেশ করে তার ছেলে ইফজালুর রহমানকে গুলি করে হত্যা করে মালামাল লুট করে পালিয়ে যায়।
পরবর্তী সময় আবদুল জলিল বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করলে তার তদন্তভার পায় পিবিআই।
দীর্ঘ দুই বছর তদন্ত করে, প্রথমে এ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করে। এর পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার গ্রেফতার করা হয় ডাকাত দলের আরও তিন সদস্যকে।
প্রতিনিধি