অলি আহমেদ : বাংলাদেশ কমার্শিয়াল প্রকিউরমেন্ট ও সাপ্লাই-চেইন প্রফেশনালস (বিসিপিএসপি) এর বার্ষিক ফ্যামিলি পিকনিক সম্পন্ন হয়েছে।
সাভারস্থ যমুনা ন্যাচারাল পার্কে ২৫শে ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশ কমার্শিয়াল প্রকিউরমেন্ট ও সাপ্লাই-চেইন প্রফেশনালস (বিসিপিএসপি) এর উদ্যোগে, স্বাস্থবিধি মেনে “সিপিডিএ- বিসিপিএসপি ফ্যামিলি ডে-আউট-২০২০” অনুষ্ঠিত হয়েছে। অানুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মোঃ মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মেজর সাফিউজ্জামান খান (অব:), সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আবদুল্লাহ আল কাওসার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি: আল আমিন খান সুমন, অর্থ সম্পাদক ফাহমিদা সুলতানা, সংস্কৃতি ও ইভেন্ট সম্পাদক জয়া রানী দে, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফাতিমা আক্তার পুষ্প,মহিলা বিষয়ক সম্পাদক স্বর্নালী ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শিহাব উদ্দীন এবং নির্বাহী সদস্যদের মধ্যে এম এ রব, আতিকুর রহমান, এনামুল হক অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ ।
বিশেষ অতিথি ছিলেন আবুল হাসেম মজুমদার, মিরপুর সিরামিক ও খাদিম সিরামিক এর কর্পোরেট হেড অব এইচ আর, বিএসএইচআরএম এর সাবেক জেনারেল সেক্রেটারী, জনাব মো: মোরাদ হোসেন এলিট পেইন্ট গ্রুপ, অব কোম্পানিজ এর চীফ হিউম্যান রিসোর্স অফিসার ও বোর্ড সেক্রেটারী, ফাউন্ডার ও ইসি এইচ আর ক্লাব, জনাবা শিরিন চৌধুরী, টিএফজে হোল্ডিংস আইএনসি এর কান্ট্রি অপারেশন ম্যানেজার , ফাউন্ডার ও ইসি এইচ আর ক্লাব। সিপিডিএএর ব্রান্ড এমব্যাসেডর সহ গন্যমান্য ব্যক্তিবর্গ, বিসিপিএসপি এর, সাধারন সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সফল করতে স্পন্সর করেন
1. CPDA, 2. HCPL, 3. Authentic, 4. Clean Heart, 5. Jansin, 6. JS Corp, 7. Care Venture, 8. Media Gallery, 9. IOAS.
বিসিপিএসপি এর সাধারন সম্পাদক আবদুল্লাহ আল কাওসারে স্বাগত বক্তব্যে উপস্থিত সকলে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের মিশন, ভিশনসহ বিভিন্নদিক উপস্থাপন করে বলেন- ‘’বিসিপিএসপি হচ্ছে একটি এ্যসোশিয়েশন যেখানে সাপ্লাই চেইন, কমার্শিয়াল, প্রোকিউরমেন্ট, লজিস্টিক, অপারেশনাল প্রফেশনের প্রফেশনালদের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে গড়ে উঠেছে। বিসিপিএসপি ৩ ধরনের সদস্য আছেন জেনারেল মেম্বার, লাইফ মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার। বিসিপিএসপি মূল উদ্দেশ্য হচ্ছে একটি শক্তিশালী নেটওয়ার্কিং তৈরি করতে প্রফেশনালদের সহযোগিতা করা।
বিসিপিএসপি মূলত প্রফেশনালদের কে নিয়ে কাজ করে এবং নতুন প্রজন্ম কে পথ চলার সুন্দর প্রদর্শনী তৈরিতে অবিরাম কাজ করছে। জব নেটওয়ার্ক, ট্রেনিং, স্কিল ডেভলপের জন্য সুব্যবস্থা এবং পরামর্শ নিয়ে ও কাজ করছে বিসিপিএসপি। বিসিপিএসপি একটি সম্পূর্ন অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন।‘’
শেষে সভাপতি মনিরুজ্জামান সকলের সু স্বাস্থ ও দির্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।