Home » মুরারিচাঁদ কলেজের প্রধান গেটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, ২ জনকে আটক করে পুলিশ

মুরারিচাঁদ কলেজের প্রধান গেটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, ২ জনকে আটক করে পুলিশ

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের প্রধান গেটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা এসএমপি’র শাহপরাণ থানাপুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ সূত্র জানায়, রোববার (২৭ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে এমসি কলেজের টিলাগড় (প্রধান) গেটের সামনে চলমান একটি সিএনজি অটোরিকশাকে থামিয়ে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করে দুই যুবক। একপর্যায়ে তারা যাত্রীদের পকেটে হাত ঢুকিয়ে মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে দ্রুত চলে যেতে উদ্যোত হয়। এসময় যাত্রীদের সন্দেহ হলে দুই ছিনতাইকারীকে ধাওয়া করলে তারা এমসি কলেজের ভেতরদিকে দৌঁড় দেয়।

এসময় ছিনতাইয়ের শিকার যাত্রীদের চিৎকারে এমসি কলেজের ভেতরে দায়িত্বে থাকা টহল দলের পুলিশ সদস্যরা ওই দুই ছিনতাইকারীকে আটক করে এবং টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে যাত্রীদের ফেরত দেয়।

আটক ছিনতাইকারী দুই যুবকের মধ্যে একজনের নাম ইমরান বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের একজনের বাড়ি সিলেটের মেজরটিলায় এবং অপরজনের বাড়ি খাদিমনগরের তালেপাড়ায়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *