সিলেটের গোলাপগঞ্জে প্রেমিকের হাত ধরে প্রেমিকা পলায়নের পর সেই উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। গতকাল রোববার (২০ ডিসেম্বর) র্যাব ওই কিশোরীকে গোলাপগঞ্জ বাজার থেকে উদ্ধার করে মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামের এক কিশোরী (১৫) গত ১৭ ডিসেম্বর প্রেমিকের হাত ধরে ঘর থেকে বেরিয়ে যান। পরে কিশোরীর বাবা গোলাপগঞ্জ একটি জিডি (সাধারণ ডায়েরি) করেন। জিডি নং-৮৪৬।
সেই জিডির ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রোববার (২০ ডিসেম্বর) ওই কিশোরীকে গোলাপগঞ্জ বাজার থেকে উদ্ধার করে। পরে তাকে মা-বাবার কাছে হস্তান্তর করেছে।
প্রতিনিধি