সিলেট ও সুনামগঞ্জে করোনাক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই দুজনের মৃত্যু হয়েছে বলে রবিবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক জানিয়েছেন।
এই দুজনকে নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৬১। এর মধ্যে সিলেট জেলায় ১৯৭, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে, সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩২জন। এর মধ্যে সিলেট জেলায় ৩১, হবিগঞ্জে ১ জন।
আজ রবিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫২১৯ জন। এ মধ্যে সিলেট জেলায় ৮৯১৩, সুনামগঞ্জে ২৫০৪, হবিগঞ্জে ১৯৩৬ ও মৌলভীবাজার জেলায় ১৮৫৬ জন।
অপরদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই ৪৯ জনকে নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩৯৯৩ জন। এর মধ্যে সিলেটে ৮২৪৯, সুনামগঞ্জে ২৪৪০, হবিগঞ্জে ১৯৪০ ও মৌলভীবাজারে ১৮৬২ জন।
আজ সকাল পর্যন্ত সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ জন করোনা রোগী।
প্রতিনিধি