জালালাবাদ থানা পুলিশ কর্তৃক ০৯ (নয়) জন জুয়াড়ী আটক করা হয়।
১৭/১২/২০২০খ্রিঃ তারিখ এসআই(নিরস্ত্র) লিটন চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন টহল ডিউটি করাকালে রাত ০০.৫০ ঘটিকার সময় রাত্রীকালীন সিয়েরা-২২ অফিসার এএসআই/মহিউদ্দিন বেতার যন্ত্রের মাধ্যমে জানান যে, জালালাবাদ থানাধীন সাহেবেরগাঁওস্থ আব্দুল মান্নান এর সিএনজি গ্যারেজের সামনে কতিপয় লোকজন টাকা পয়সার বিনিময়ে জুয়া খেলা খেলিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া এসআই(নিঃ)/লিটন চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত ঘটনাস্থলে উপস্থিত হইয়া রাত্রীকালীণ সিয়েরা-২২ অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। কামরুল ইসলাম (৩৫), পিতা-আব্দুল মান্নান, ২। মোঃ আজিজুল হক (৩৩), পিতা-মৃত নুরুল হক, ৩। মোঃ রানা (২৮), পিতা-আশরাফ মিয়া, ৪। জুবের আহমদ (২৪), পিতা-সাজিদ আলী, ৫। আলী নূর (২৪), পিতা-সামসুল হক, ৬। আবুল হাসান (৩২), পিতা-আব্দুর রহিম, ৭। মোঃ আকবর (৩০), পিতা-আব্দুর রউফ, ৮। সামসুল ইসলাম (৩৫), পিতা-আব্দুস ছাত্তার, ৯। মুজাহিদ (৩৫), পিতা-আব্দুল কাদির, সর্ব সাং-সাহেবেরগাঁও, থানা-জালালাবাদ, জেলা-সিলেটদের জুয়া খেলা অবস্থায় পাইয়া আটক করতঃ ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে খেলার স্থান হইতে (ক) একটি বড় ছক্কা খেলার গুটিসহ বোর্ড, (খ) জুয়া খেলায় ব্যবহৃত ০৫টি ১০/- টাকার নোট, ০৫টি ২০/- টাকার নোট, ১টি ৫০/- টাকার নোট, ১টি ১০০/- টাকা নোট সহ সর্বমোট ৩০০/-(তিনশত) টাকা পাইয়া উপস্থিত সাক্ষীদের সম্মুখে ১৭/১২/২০২০খ্রিঃ তারিখ রাত ০১:২০ ঘটিকার সময় জব্দ করেন। পরবর্তীতে এই সংক্রান্তে এসআই(নিঃ) লিটন চন্দ্র নাথ বাদী হইয়া উপরোক্ত ০৯ জন আসামীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-৩০, তাং-১৭/১২/২০২০খ্রিঃ, ধারা-১৮৬৭ সনের জুয়া আইন এর ৩/৪ রুজু করা হয়। আটক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। বিষয়টি অকিল উদ্দিন আহম্মদ, অফিসার ইনচার্জ জালালাবাদ থানা, এসএমপি, সিলেট নিশ্চিত করেন।