সিলেটের আলোচিত ও চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার প্রধান অভিযুক্ত বহিস্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়ার পক্ষে লড়বেন অ্যাডভোকেট মো. মিসবাউর রহমান আলম। সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নং বারের সদস্য তিনি।
গত ১০ ডিসেম্বর আকবরের পক্ষে ওকালতনামা জমা দেন অ্যাডভোকেট মো. মিসবাউর। তথ্যটি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মুঠোফোনে জানান, এট একটি ‘ক্যাবিনেট পানিশমেন্ট’ মামলা। বিবাদির পক্ষে কেউ না দাঁড়ালে মামলা আদালতে মুভ করবে না। তাই আইনিভাবেই আমি আকবরের পক্ষে ওকালতনামা জমা দিয়েছি।
তিনি বলেন, আকবর অভিযুক্ত হলেও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সে অপরাধী সাব্যস্থ হবে। এর আগে আইনি সহায়তা পাওয়া তার সাংবিধানিক অধিকার।
প্রতিনিধি