মহান বিজয় দিবস উপলক্ষে এসএমপির দিনব্যাপী
কার্যক্রম।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এসএমপি কর্তৃক যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচি পালন করা হয়। প্রত্যুষেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ৪৯ তম বিজয় দিবসের শুভ সূচনা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার,সিলেট রেঞ্জ ডিআইজি,বিভাগীয় কমিশনার সিলেট, অতিরিক্ত পুলিশ কমিশনার এসএমপি,জেলা প্রশাসক সিলেট,পুলিশ সুপার সিলেট, অধিনায়ক ৭ম এপিবিএন,পুলিশ সুপার রেলওয়ে পুলিশ,পুলিশ সুপার পিবিআই সিলেট,এসএমপির উপ পুলিশ কমিশনার বৃন্দ ও বিভিন্ন স্তরের পুলিশ অফিসার ও সদস্যগণ। জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনসহ রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। জেলা পুলিশ লাইন্সে জাতির জনকের ম্যুরাল ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক,শহীদদের কবর জিয়ারত, জেলা পুলিশ লাইনসে আলোচনা সভা এবং এসএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ এর সভাপতিত্বে এসএমপি পুলিশ লাইন্সে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা ও স্মৃতিচারণ অনুষ্ঠিতব্য হয়।