কবিতাটি লিখেছেন: মুহিত খান
কবিতা: সব লুটিয়ে যাচ্ছে মুছে
রক্ত পানে মেতেছে সবে
ছিন্ন ভিন্ন করছে সবই
তুই কি আবার আসবি নাকি?
কুলি মজুর খাচ্ছে লাথি
রক্তে আবার ভিজছে মাটি
ইটের কোণে কাঁন্না ভাসে
তুই কি আবার আসবে নাকি?
প্রসূতি আজ ব্যাথায় কাঁদে
কসাই খানা নতুনপুরী
সবকিছু আজ বক্ষে বিধে
চুপি স্বরে তবুও তুই
সত্যি কি তুই আসবি নাকি?
দেখনা চেয়ে ঐখানে কেউ
অন্ন ছাড়া মরছে বুঝি
উজান হতে আসছে ঢেউ
স্নান করেছে লাল কণাতে
দাঁত খিলিয়ে হাসছে ওরা
সর্বনাশা নাই কি কেউ?
তুই কি আবার জাগবি নাকি?
তৈরি হতে ভিন্ন দ্বার
তুই কি আবার জাগবি না কি
নির্যাতিতের গাইতে গান
চূর্ণ করে দেনা তুই
ধুলিসাৎ সূর্য সোপান।