Home » ‘জীবনের প্রথম নির্বাচনের’ ইশতেহার দিলেন হাজী মোশাররফ খান

‘জীবনের প্রথম নির্বাচনের’ ইশতেহার দিলেন হাজী মোশাররফ খান

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এরই মধ্যে শনিবার নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাজী মোশাররফ খাঁন।

ইশতেহারে হাজী মোশাররফ খাঁনের প্রতিশ্রুতি গুলো তুলে ধরা হলো:

১। এই ওয়ার্ডের সকলের নাগরিক সেবা নিশ্চিত করা হবে।
২। এই ওয়ার্ডের মসজিদ-মন্দির নির্মাণসহ উন্নয়নমূলক কাজের সার্বিক সহযোগিতা করবেন।
৩। সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে উন্নয়ন উন্নয়নমূলক কাজের সার্বিক সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন।
৪। এই ওয়ার্ডের প্রতিটি রাস্তা জনসাধারনের চলাচলের উপযোগী করতে ব্যবস্থা গ্রহন করা হবে।
৫। এই ওয়ার্ডের আওয়তাভুক্ত প্রত্যেক পাড়া-মহল্লাকে মাদকমুক্ত করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
৬। এই ওয়ার্ডের আউকপাড়া আদর্শ গ্রামকে একটি সত্যিকারের আদর্শ গ্রামে রূপান্তরিত করতে কাজ করে যাবেন।
৭। এই ওয়ার্ডের অর্ন্তভূক্ত প্রত্যেকটি গ্রামে স্থায়ীভাবে কবরস্থানের ব্যবস্থা করবেন।
৮। তিনি এই ওয়ার্ডের সকল বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, বিধবাদের জন্য বিধবা ভাতা ও পুঙ্গদের জন্য পুঙ্গত্ব ভাতা নিশ্চিত করবেন।

এ ব্যাপারে তিনি বলেন, ‘উন্নয়ন-অগ্রগতির মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে একটি রোল মডেল। এই উন্নয়নের আগ্রযাত্রায় একজন কর্মী হতেই এই উদ্যেগ। আজ সুন্দর একটি প্রতিশ্রুতি নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি বিশ্বাস করি, সবাই ঐক্যবদ্ধভাবে সততা-নিষ্ঠার সাথে কাজ করলে এই অঞ্চলটি একটি সুস্থ, সচল ও আধুনিক শিল্পাঞ্চরে পরিনত হবে।

এ সময় তিনি আরও বলেন, বিগত সময়ে আপনারা দেখেছেন যে, আমার ইশতেহারে উল্লেখিত বিষয়গুলো নিয়ে দীর্ঘ সময় ধরে আমি কাজ করে আসছি, জনগন যদি আমাকে ভোটদিয়ে মেম্বার নির্বাচন করে তাহলে এই কাজের গতি আরও বৃদ্ধি পাবে। কারন আমি বিগত সময়ে আমার সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজগুলো করেছি।কিন্তু একজন জনপ্রতিনিধি হলে সেই কাজ গুলো হবে আমার দায়িত্ব। তাই আমি আশাবাদি এলাকার জনগণ আমার ডাকে সারাদিবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *