করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। শনিবার (১২ ডিসেম্বর) দুপুর বিষয়টি নিশ্চিত করেছেন আরিফিন শুভ নিজেই। বর্তমানে তিনি বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।
তিনি জানান, করোনার উপসর্গ থাকায় এর আগে করোনা পরীক্ষা করাই। শুক্রবার রেজাল্ট পজেটিভ আসে।
তিনি আরও জানান, করোনায় আক্রান্ত হলেও বেশ সুস্থই আছি। খাবারের স্বাদ পাচ্ছি না। পাশাপাশি হালকা ঠান্ডাও রয়েছে। এর বাইরে শারীরিক কোন সমস্যা আপাতত নেই। আশা করি, খুব শিগগিরই সুস্থ হয়ে কাজে ফিরতে পারবো। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।

প্রতিনিধি