Home » বিশ্বে করোনাভাইরাস থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে

বিশ্বে করোনাভাইরাস থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে

অনলাইন সংস্করণ: বিশ্বে করোনাভাইরাস থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে। করোনা নিয়ে নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মোট মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৪ লাখ ৮৯ হাজার ১৫০ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭ কোটি ২১ লাখের বেশি মানুষ।

এখন পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ২১ লাখ ৩ হাজার ২২৩ জন। একই সময় পর্যন্ত সারা বিশ্বে করোনার ছোবলে মারা গেছেন ১৬ লাখ ১১ হাজার ৪৯২ জন।

যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণের দ্বিতীয় ধাক্কা ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে বিধিনিষেধ আরোপ করেছে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৩৬৬ জন। মারা গেছেন প্রায় ৩ লাখ ৫ হাজার ৮২ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ লাখ ৫৭ হাজার ৩৮০ জন। মারা গেছেন প্রায় ১ লাখ ৪৩ হাজার ৫৫ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ লাখ ৮০ হাজার ৫৯৫ জন। মারা গেছেন ১ লাখ ৮১ হাজার ১৪৩ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। ছয় নম্বরে অবস্থান যুক্তরাজ্যের। সাতে ইতালি। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম স্থানে।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ২০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *