Home » আবারও উৎক্ষেপণে জন্য প্রস্তুত বঙ্গবন্ধু স্যাটেলাইট

আবারও উৎক্ষেপণে জন্য প্রস্তুত বঙ্গবন্ধু স্যাটেলাইট

[youtube v=”rQEqKZ7CJlk”]

শুদ্ধবার্তাটোয়েন্টিফোর:

  উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র সময় শুক্রবার বিকাল ৪টা ১৪ মিনিট থেকে ৬টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিট থেকে ৪টা ২০ মিনিট) স্যাটেলাইটটি পুনরায় উৎক্ষেপণের চেষ্টা করবে তারা। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পৌঁছালে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ।  আর এমন দৃশ্যের সাক্ষী হতে শুক্রবার রাতে অগুনতি চোখের নজর থাকবে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে। এর আগে সব প্রস্তুতি থাকার পরও বৃহস্পতিবার (১০ মে) দিবাগত রাতে শেষ মুহূর্তে আটকে যায় স্যাটেলাইটটির উৎক্ষেপণ। কারিগরি জটিলতায় এমন পরিস্থিতি তৈরি হয় বলে জানিয়েছে মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা স্পেসএক্স।  যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ জানিয়েছেন, উৎক্ষেপণের একেবারে চূড়ান্ত পর্বে এসে গ্রাউন্ড সিস্টেমে সমস্যা হওয়ায় আকাশে উড়তে পারেনি স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। উৎক্ষেপণ স্থগিতের পর স্পেসএক্স এক টুইট বার্তায় বলেছে, ‘ভূমি থেকে উৎক্ষেপণ প্রক্রিয়া এক মিনিট আগে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার থমকে যেতে হয়েছে। রকেট এবং পেলোড ভালো অবস্থায় আছে।  শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টা ১৪ মিনিটে আবারও উৎক্ষেপণের লক্ষ্যে একটি দল কাজ শুরু করেছে।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *