Home » সিলেটে করোনায় আরও ২ জন মৃত্যু

সিলেটে করোনায় আরও ২ জন মৃত্যু

সিলেট বিভাগে করোনাভাইরাস প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ছাড়ালো। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে বিভাগে নতুন শনাক্ত হয়েছেন ৫২ জন এবং গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। একই সময়ে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৯ জন।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ৫২ জনের মধ্যে ৩৪ জন রোগীই সিলেট জেলায় বাসিন্দা। এদিন বিভাগের হবিগঞ্জে ৮ ও সুনামগঞ্জ জেলায় আরও ৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

এদিকে একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ২৯ জন রোগীর ২৯ জনই সিলেট জেলার বাসিন্দা। আর গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ২ ব্যাক্তিও সিলেট জেলার বাসিন্দা।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৭৫০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪৯১ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৩১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৪১ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৩ হাজার ৭৯৪ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৫২ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *