শুদ্ধবার্তাটোয়েন্টিফোর:
জলাবন রাতারগুলের সৌন্দর্য রক্ষায় পর্যটন জন-সচেতনতামুলক সভার আয়োজন করেছে সিলেট ট্যুরিজম ক্লাব। আগামীকাল (শনিবার) সকাল ১১টায় রাতারগুলের চৌরঙ্গীঘাটে এ সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান। সিলেট বন বিভাগ ও গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জন-সচেতনতামুলক সভায় সভাপতিত্ব করবেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল। বিশেষ অতিথি উপস্তিত থাকবেন সিলেট রেঞ্জের বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলামসহ সিলেটের পর্যটন সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত থাকবেন। রাতারগুলের সৌন্দর্য রক্ষায় আয়োজিত সচেতনতামুলক সভায় সকলকে উপস্তিত থাকার অনুরোধ জানিয়েছেন অনুষ্টানের আয়োজক সিলেট ট্যুরজম ক্লাবের সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির লিটন ।