বেতাগী প্রতিনিধি : বেতাগীতে সাংবাদিকদের তৎপরতায় বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত মাড়ে ৮ টায় উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের রায় বাড়িতে এ ঘটনা ঘটেছে।
জানাগেছে দেশান্তরকাঠী গ্রামের বাসিন্দা সুনীল রায়ের ছোট মেয়ে ববিতা রায় ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণীতে অটো পাস করেছে এবার। বয়স ১৪ বছর। হিন্দুধর্মের শাস্ত্র মতে বিয়ের লগ্ন রাত ৯ টায়। উপজেলার মোকামিয়া ইউনিয়নের এক ছেলের সাথে ববিতা রায়ের পরিবার বিয়ের আয়োজন করেছে। বিয়ে করানোর সবকিছু ঠিকথাক ছেলে পক্ষ এসেছে বাকি শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষা।
এমনই সময় সাংবাদিক অলি আহমেদ, লায়ন শামীম শিকদার ও আনসার ভিডিপি দলনেতা হাওলাদার বিয়ে বাড়িতে উপস্থিত।
মুহূর্তের মধ্যে বিয়ে বাড়ির লাল নীল বাতি বন্ধ হয়ে, ছেলে পক্ষ মেয়ে পক্ষের ছুটোছুটি।
ববিতা রায়ের বড় বোন নাম না প্রকাশের শর্তে জানিয়েছে, বিয়ের আয়োজন করা হয়েছিল।
অলি আহমেদ সাংবাদিকতার পাশাপাশি মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটার ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বেতাগী উপজেলা নির্বাহি অফিসার সুহৃদ সালেহীন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন সদা তৎপর। অপ্রাপ্ত বয়সে কোথাও কোন বিয়ের সংবাদ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি।