Home » প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‌জান্নাত

প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‌জান্নাত

ডেস্ক নিউজ:

প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‌‘জান্নাত’- এ কথাটি বারবারই জোর দিয়ে বলেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। কিন্তু কখনওই বলেননি গল্পটির প্রেক্ষাপট। এবার টিজারে পাওয়া গেল তার উত্তর। ছবিতে নায়ক সাইমনকে এক জঙ্গির চরিত্রে দেখা যাবে। গ্রামীণ প্রেক্ষাপটে গড়ে ওঠা এক যুবক ও একটি মেয়ের গল্প এটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি।  গত মার্চের শেষ সপ্তাহে ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।
এদিকে ছবিটি সম্পর্কে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘গল্পটা আমরা একটু গোপনই রাখতে চেয়েছি। একটি বাস্তব ঘটনা অবলম্বনে এটি নির্মিত। টিজার দেখে কিছুটা ধারণা পেলেও ছবিটা দেখার পর দর্শকরা বুঝতে পারবেন এর চমক। ছবিটি ২৭শে জুলাই মুক্তি দেওয়ার ইচ্ছে আমাদের।’
মাহি ও সাইমন ছাড়াও ছবিতে আছেন আলীরাজ, মিশা সওদাগর, শিমুল খান প্রমুখ। ছবিটির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাইদ খান ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান। এটি প্রযোজনা করছে এসএস মাল্টিমিডিয়া।

[youtube v=”qJCy9G6SDHs”]

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *